News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

লোকসভা নির্বাচন: গণনা শুরুর আগেই এক আসনে জয়ী বিজেপি

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-06-04, 10:31am

fdgsgseg-adb5341119b64b1bd563c93a8115a0061717475481.jpg




ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায়। কিন্তু ভোট গণনার আগেই ৫৪৩ আসনের একটি আসনে একটিতে জিতে গেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভোট গণনা শুরুর আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি। শুধুমাত্র এই আসনেই ভোট গণনার আগে ফল প্রকাশ হয়েছে। কারণ এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।

সুরাট আসনে বিজেপির প্রার্থী মুকেশ দালালসহ ১১ প্রার্থী সুরাট আসনে মনোনয়ন জমা দিলেও, মনোনয়ন প্রত্যাহারের দিন ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে। আর কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। যার ফলে ওই আসনে বিনা প্রতিদ্বন্বিতায় জয়ী হয়েছেন মুকেশ দালাল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৫ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২১২ আসনে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশটির শীর্ষস্থানীয় আটটি সমীক্ষা সংস্থার প্রকাশিত বুথফেরত জরিপের আভাস বলছে, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ জোট ক্ষমতায় বসছে। তবে, এই জরিপকে প্রত্যাখ্যান করেছেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী।