News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

চিকিৎসার অভাবে পশ্চিমবঙ্গে ২৯ মৃত্যু, ক্ষতিপূরণের ঘোষণা মমতার

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-09-14, 7:38am

wetwetewtw-1e9c7acae9970e0bc51c206b5480c67d1726278072.jpg

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া



ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার ও অন্যান্য দাবি নিয়ে কর্মবিরতিতে আছেন জুনিয়র চিকিৎসকরা। এতে বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন। মারা যাওয়াদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেছেন, প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়া হবে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, মমতা তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তাররা টানা কর্মবিরতিতে থাকার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত হয়েছে এবং আমরা ২৯ মূল্যবান জীবন হারিয়েছি।’

মমতা আরও লিখেছেন, ‘মৃতদের প্রত্যেক পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করছে।’

তবে ডাক্তাররা মমতার এই দাবি অস্বীকার করেছেন। তারা বলছেন কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে ৯ আগস্ট থেকে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকের মৃতদেহ পাওয়া যাওয়ার পর থেকে জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটে রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।