News update
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     

তাকাইচি হচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

জোট গঠনে চুক্তি, জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2025-10-20, 9:54pm

45452342342-2f0900ede778ec7fbec4ce0807654a071760975672.jpg

টোকিওতে এলডিপির প্রেসিডেন্ট সানায়ে তাকাইচি (ডানে) ও জেআইপির নেতা হিরোফুমি ইয়োশিমুরা দুই দলের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র গণমাধ্যমের সামনে তুলে ধরছেন। ছবি : এএফপি



জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জোট সরকার গঠনে তাদের অংশীদার জাপান ইনোভেশন পার্টির ( জেআইপি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি ও সমর্থনের ফলে এলডিপির শীর্ষনেতা সানায়ে তাকাইচি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সোমবার (২০ অক্টোবর) এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগামীকাল মঙ্গলবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে যে ভোটাভুটি হতে যাচ্ছে, তাতে বিজয়ী হয়ে সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন বলে ধরে নেওয়া হচ্ছে। বিজয়ী হলে আগামীকালই তিনি তার অফিস শুরু করবেন বলে আশা করছে তার দল।

আজ জেআইপির সহপ্রধান হিরোফুমি ইয়োশিমুরার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর এলডিপি প্রেসিডেন্ট তাকাইচি বলেন, ‘জাপানের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, দেশকে নতুন মাত্রা দিতে আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতার জন্য আমি আপনাদের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

জবাবে ইয়োশিমুরা বলেন, ‘জাপানকে এগিয়ে নিতে একই ধরনের স্পৃহা নিয়ে কাজ করতে দুটি দলের ঐক্যের বিষয়ে আমি আশ্বস্ত হয়েছি।’

এ মাসেই ক্ষমতাসীন এলডিপিকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হন ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি। ডানপন্থি ও চীনবিরোধী হিসেবে তিনি বেশ পরিচিত। ২৬ বছর পরে তাদের শরিক দল কোমেইতো পার্টির সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া ভেঙে যাওয়াৎ পর তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ কিছুটা লক্ষ্যচ্যুত হয়। কোমেইতো পার্টি অভিযোগ করেছে এলডিপি দলের তহবিল সংগ্রহের নিয়মকানুন কঠোর করতে ব্যর্থ হয়েছে। তবে সব বাধা পেরিয়ে ঘড়ির কাঁটা এখন সানায়ে তাকাইচির নিয়োগের স্পষ্ট বার্তাই দিচ্ছে।