News update
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     

পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ

গ্রীণওয়াচ ডেস্ক গবেষণা 2024-08-21, 3:08pm

b760334691558cc37eb6248bbe77bbc8460c90ea0ebe269c-f23c3b67ad09728382f09d41f4c9eb281724231281.jpg




পদত্যাগ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।

বুধবার (২১ আগস্ট) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি তিনি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

নেহাল আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে গতকাল মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ওই দিন সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেয়ায় আজ সকালে অব্যাহতিপত্র জমা দিয়েছি।’

এদিকে বুধবারের মধ্যে নেহাল আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

উল্লেখ্য, প্রায় দুই বছর নিয়মিত ডিজি থাকার পর গত ১৩ এপ্রিল নেহাল আহমেদের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। পরে আরো এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এ নিয়ে শিক্ষা ক্যাডারে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে চলে যাওয়ার পর তিনি আর অফিস করেননি। সময় সংবাদ।