News update
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     

শিল্পি-সাংবাদিক সৈয়দ এনায়েত হোসেন আর নেই

গ্ণমাধ্যম 2024-10-06, 10:50pm

syed-enayet-hossain-pic-62fc3e7695c833742fb04a54fa81c0781728233413.jpg

Syed Enayet Hossain.



জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শিল্পি-সাংবাদিক সৈয়দ এনায়েত হোসেন আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।  

মরহুমের জানাজা আজ রোববার বাদ জোহর সাংবাদিক আবাসিক এলাকার মসজিদুল ফারুকে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কালশী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সৈয়দ এনায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।