News update
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     
  • Wild bird meat raid in Sylhet’s Jaintiapur: 2 hotels sealed, 1 fined     |     
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     

প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের স্বরন সভা

গ্ণমাধ্যম 2025-10-21, 9:56pm

a-condolence-meeting-was-held-at-kalapara-press-club-for-journalist-basiruddin-biswas-on-his-5th-death-anniversary-on-tuesday-9f36530771e062164e51943b2d8db2611761062183.jpg

A condolence meeting was held at Kalapara Press Club for Journalist Basiruddin Biswas on his 5th death anniversary on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রয়াত সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাসের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু'র সভাপতিত্বে ও সম্পাদক অমল মূখার্জীর সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্ট, সাংবাদিক এনামুল হক, গোফরান পলাশ, মেজবাহ উদ্দিন টুকু, মিলন কর্মকার রাজু প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মরহুমের পরপারের জীবনের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। - গোফরান পলাশ