News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি

গ্রীণওয়াচ ডেস্ক ঘৃনা-প্রচারণা 2025-06-21, 6:07am

d9ed6f5ceb018bbbb6586973baf1d77da83670f9032e19fe-9b74874702c5746638b9dfc2389fed261750464439.png




ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আগ্রাসন বন্ধ হলে এবং যারা এই অপরাধ করেছে তাদের জবাবদিহির আওতায় আনা হলে, ইরান আবারও কূটনৈতিক পথে ফেরার বিষয়ে প্রস্তুত।

শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। খবর আলজাজিরার।

আব্বাস আরাঘচি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি সবসময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তদারকি ও নজরদারির আওতায় পরিচালিত হয়ে আসছে। সুতরাং, কোনো গণবিধ্বংসী অস্ত্রচুক্তির অংশ না থাকা সত্ত্বেও একটি রাষ্ট্রের দ্বারা সংরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালানো একটি গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এসব হামলার নিন্দা না জানানো নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কোনোভাবেই আলোচনার বিষয় নয়। আমরা জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে এবং শিগগিরই আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছি।’