News update
  • OIC Welcomes Independent Review Panel’s Report on UNRWA     |     
  • Train catches fire due to intense heat     |     
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     

মার্কিন সিনেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাইডেনের বিশেষ পরিকল্পনা বিল অনুমোদন

গ্রীণওয়াচ ডেস্ক জলবায়ু 2022-08-09, 8:39am

20220808_07_1147979_l-1-6e2158c74a19a70fcd34de1e681e633b1660012764.jpg




মার্কিন সিনেট জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার ব্যয় হ্রাসের জন্য ৪৩ হাজার মার্কিন ডলারের সমমূল্যের একটি বিল অনুমোদন করেছে।

আইনটিতে তহবিল সংগ্রহের জন্য প্রধান প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর শুল্ক বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং অন্যান্য পদক্ষেপের জন্য এই অর্থ ব্যয়ের আহ্বান জানানো হয়েছে।

রবিবারের সিনেটে এই বিলের পক্ষে ৫০টি আর বিপক্ষে ৫০টি ভোট পড়ে। সিনেটের সভাপতির দায়িত্ব পালন করা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার ভোটটি পক্ষে দিলে ৫১-৫০ ভোটে আইনটি পাশ হয়।

সিনেটে এই বিলের অনুমোদন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি বিজয়, যদিও তার এই বিশেষ বিশাল ব্যয় পরিকল্পনাকে এর মূল ব্যয় ১ লক্ষ ৭৫ হাজার কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে আনা হয়েছে।

বাইডেনের মূল বিলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি শিক্ষা ব্যয় কমানোও অন্তর্ভুক্ত ছিল।

তার নিজের দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে মতপার্থক্যের কারণে আংশিকভাবে কংগ্রেসে বিলটি অনেকদিন আটকে ছিল।

বাইডেন ডেমোক্র্যাটদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বিলের ব্যয় কমিয়ে আনেন।

বিলটির সর্বশেষ সংস্করণটি দ্রুত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও অনুমোদিত হবে এবং সেটিকে আইনে পরিণত করার জন্য বাইডেন স্বাক্ষর করবেন, এমনটা আশা করা হচ্ছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।