News update
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     
  • Dhaka stocks end week flat; Chattogram extends losses     |     
  • Torch rallies in 5 northern dists for Teesta Master Plan execution     |     
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     

জলবায়ু ঋণ বাতিলের দাবিতে মানববন্ধন, সাইকেল র‍্যালী

জলবায়ু 2025-10-16, 11:08pm

cycle-rally-and-human-chair-were-staged-in-kalapara-on-thursday-demanding-cancellation-on-climate-debt-a2fdd935758c0f6528634035974689bd1760634492.jpg

Cycle rally and human chair were staged in Kalapara on Thursday demanding cancellation on Climate debt.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু ঋণ বাতিল করার দাবিতে মানববন্ধন ও সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় আন্ধার মানিক নদী তীরে মানববন্ধন করা হয়। 

এখানে বক্তব্য রাখেন বিশিষ্ট কলাম লেখক মোহাম্মদ গোলাম নবী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, তানজিল জামান জয়, উন্নয়ন সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসী সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমূখ। 

পরে পরিবেশ কর্মী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাইকেল র‍্যালী শহর প্রদক্ষিণ করা হয়। সাইকেল র‍্যালীতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন প্রদর্শন করা হয়। পরিবেশে বাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে পরিবেশ কর্মী, শিক্ষক, উন্নয়ন সংগঠক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। বক্তারা জলবায়ু ঋণ বাতিল করে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এখনই ন্যায্য রূপান্তরের দাবি জানান। - গোফরান পলাশ