News update
  • Over 160 Missing as Deadly Texas Flood Toll Hits 109     |     
  • ‘Death traps’ on Rangpur-Dhaka Highway: 7 killed in 1 month     |     
  • Current crisis and fraying of post-WWII international order     |     
  • Incessant rains over Bangladesh, spark fears of flooding     |     

আগস্ট মাসে উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখবে ওপেক প্লাস

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-07-02, 9:06am

img_20220702_090515-a5ad4fa145dd89b1d7d3f6499ee878681656731164.jpg




অশোধিত তেল উৎপাদনকারী প্রধান প্রধান দেশসমূহ একথা নিশ্চিত করেছে যে তারা আগস্ট মাসে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাটি বজায় রাখবে।

ওপেক প্লাস নামে পরিচিত এই গ্রুপটি দৃশ্যত অশোধিত তেল আমদানিকারী দেশসমূহের বর্ধিত চাহিদা পূরণের জন্য উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাটি বজায় রেখেছে।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের সংস্থা এবং এর মিত্র দেশসমূহ যার মধ্যে রাশিয়াও অন্তর্ভুক্ত, বৃহস্পতিবার এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছে।

জুলাই মাসে বৃদ্ধির যে মাত্রা থাকবে, তা বজায় রেখে আগস্টে উৎপাদনের পরিমাণ দৈনিক ৬ লক্ষ ৪৮ হাজার ব্যারেল করে বাড়ানো হবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।