News update
  • Light morning rain in parts of Dhaka brings some relief     |     
  • “AI tool capable of classifying brain tumors within hours”     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Saturday morning     |     
  • World court opens hearings on request to halt Rafah incursion     |     
  • US sanctions against RAB will stay: State Department     |     

চিংড়ি ঘের থেকে ওঠা গ্যাসের নমুনা সংগ্রহ করল বাপেক্স

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-07-14, 8:25am

resize-350x230x0x0-image-184779-1657722676-9c8376ba87ab0e694b519c411d2a833e1657765501.jpg




বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের থেকে উদগীর্ণ হওয়া গ্যাসের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার মিঠাখালী গ্রামের পূর্বপাড়া এলাকার ওই মাছের ঘের থেকে বিশেষজ্ঞরা গ্যাসের নমুনা সংগ্রহ করেন।

বিশেষজ্ঞ দলের প্রধান জেনারেল ম্যানেজার (ল্যাব) হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, আমাদের বিশেষজ্ঞ দল গ্যাসের নমুনা সংগ্রহ করেছেন। এই নমুনা নিয়ে বিশদ পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পরীক্ষা-নিরীক্ষার পরই এই গ্যাসের ধরন জানা যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শ্যালো মার্স গ্যাস (লতাপাতা, গুল্ম পচা)। তারপরও দুই ধরনের পরীক্ষায় একটিতে যদি হায়ার হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া যায় তাহলে সেটি হবে ভূগর্ভস্থ দাহ্য মূল্যবান বাণিজ্যিক গ্যাস। আর হায়ার হাইড্রোকার্বন না থাকলে হবে ভূ-উপরিভাগের মিথেন গ্যাস; যা কিছুদিন ধরে উঠতে উঠতে একসময়ে শেষ হয়ে যাবে। আর বাণিজ্যিক হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘের মালিক দেলোয়ার শেখকে এভাবে লাইন টেনে চুলায় গ্যাসের ব্যবহার না করার পরামর্শ দিয়ে হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, আপতত গ্যাস দিয়ে চুলা চালানো যাবে না। এতে বাড়িসহ আশপাশে আকস্মিক অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।

এ সময় বাপেক্সের জেনারেল ম্যানেজার (ল্যাব) হাওলাদার ওহিদুল ইসলাম, খুলনার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. তৌহিদুর রহমান, তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা আহ্বায়ক মো. নুর আলম শেখসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।