রুশ সরকারের ভাষ্যানুযায়ী, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া ও সৌদি আরব অঙ্গীকারাবদ্ধ থাকতে সম্মত হয়েছে।
গতকাল শুক্রবার, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদের সঙ্গে আলোচনা করতে সৌদি আরব সফর করেন। উল্লেখ্য, আগামী ৩রা আগস্ট প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক-প্লাসের এক বৈঠক অনুষ্ঠানের প্রাক্কালে এই সফর অনুষ্ঠিত হয়।
নোভাক ও আব্দুল আজিজ, তাঁদের দেশগুলোর তেলের উৎপাদন সমন্বয় করতে পারস্পরিক সহযোগিতার বিষয় নিশ্চিত করতে সম্মত হয়েছেন বলে প্রতীয়মান হয়।
উল্লেখ্য, তেলের উৎপাদন সমন্বয়ের মাধ্যমে বৈশ্বিক অশোধিত তেলের বাজারের উপর সৌদি নেতৃত্বাধীন ওপেক এবং রাশিয়াকে অন্তর্ভুক্ত করা ওপেক-প্লাস জোটের যথেষ্ট প্রভাব রয়েছে।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় তেলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পর্যবেক্ষকদের ভাষ্যানুযায়ী, নোভাকের সৌদি আরব সফর আন্তর্জাতিক জ্বালানি বাজারে নিজেদের প্রভাব বজায় রাখতে মস্কোর বিভিন্ন প্রচেষ্টার অংশ। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা ।