News update
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     
  • Bangladesh Sees $2.75 b in Remittance Inflow in April     |     

ভারতে পিকআপ উল্টে নিহত ১৪

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-02-29, 10:27am

kdasudiaodi-c66c5d6a17479958dab39067a5fe52e61709181419.jpg




ভারতের মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২১ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেবরি গ্রামের এক দল মানুষ একটি অনুষ্ঠানে যোগদান শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।