News update
  • The price of eggs increased within a week      |     
  • More bodies found in Indonesia after flash floods killed dozens      |     
  • Cold lava sweeps villages near volcano, killing 37     |     
  • Eight dead in Mexico shooting     |     
  • “Beef up efforts to keep intl attention, support for Rohingyas”     |     

রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-03-27, 8:58pm

iowuroiorqi-d298d19e48bbff0d3145418aa51572841711554107.png




ভারতের কলকাতায় রানওয়েতে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হননি; অল্পের জন্য বেঁচে গেছেন শিশুসহ অন্তত ১৩৫ জন যাত্রী।

বুধবার (২৭ মার্চ) সকালে কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআইসহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তখন ইন্ডিগোর একটি বিমান এসে ধাক্কা দেয়। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। আর ইন্ডিগো বিমানেরও একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি।

এদিকে, এ ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। একইসঙ্গে বিমান দুটির পাইলটদেরকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিজিসিএ'র এক কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশদভাবে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং উভয় চালককে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তকালে গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, ইন্ডিগো বিমানটিতে চারজন শিশু-সহ অন্তত ১৩৫ জন যাত্রী ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।