News update
  • Palestine economy in ruins, as Gaza war sets dev back 2 decades     |     
  • Law to ban rice polishing effective from Aman season     |     
  • Khaleda back home from hospital     |     
  • Miton of Child, Old Age Care made fake death certificates     |     

সৌদিতে নিহত ২৪ ওমরাহ যাত্রীর ১০ জন বাংলাদেশি

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-03-28, 10:37pm

hghdjry-c321352c3d359f854b5170f1d8ff332d1680021452.jpg




সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪ ওমরাহ যাত্রীর মধ্যে ১০জন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ দুর্ঘটনায় আরও ৩০জন আহত বলে খবরে জানা যায়।

মঙ্গলবার (২৮ মার্চ) রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২৪ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩০ জন। 

খালিজ টাইমস ও গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-এখবারিয়া নির্দিষ্ট না করে শুধু বলেছে, গাড়িতে সমস্যা হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

আল-এখবারিয়ায় সম্প্রচারিত ফুটেজে একজন সাংবাদিককে বাসের পুড়ে যাওয়া শেলটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।