News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

কলাপাড়ায় বসত ঘরে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

দূর্ঘটনা 2024-01-18, 12:43am

fire-reduces-a-dwelling-house-to-ashes-in-kalapara-55f24255b84b6a7eeb0a3f862cb342331705516992.jpg

Fire reduces a dwelling house to ashes in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলে মইনুল আকনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।  মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা যায়, ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন  দেখে  মইনুল ও তার স্ত্রী নিজেদের প্রাণ রক্ষায়  দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসতে পারলেও পুড়ে গেছে ঘরসহ  ঘরে মজুদ রাখা ধান, চালসহ ঘরের সম্পূর্ণ মালামাল।  এমনকি নিজেদের পড়নের কাপড় ছাড়া পানি খাওয়ার একটি গ্লাস ও রক্ষা করতে পারেনি তারা।  

ক্ষতিগ্রস্ত মইনুল আকল জানান,  সে ও তার স্ত্রী রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে।  এ সময় ঘরের বারান্দায় আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে ঘরের  বাইরে বের হয়ে যান।  মুহূর্তের মধ্যেই  পুরো ঘরটি চোখের সামনে আগুনে পুড়ে যায়। তার ঘরে নিজেদের মালামাল ছাড়াও তার বাবা-মা ও  বোনের ঘরের মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। কিভাবে আগুন লেগেছে বিষয়টি  তার কাছেও  রহস্যজনক।

মাইনুল আরও জানান, ঘুমানোর সময়  ঘরের বিদ্যুৎ লাইন  বন্ধ ছিল। চুলার আগুন নেভানো ছিল। এমনকি কোন কয়েল জ্বালানো ছিল না। এতে তার  ৫ লাখ টাকার উপরে মালামাল পুড়ে গেছে  ঘর ছাড়াই। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জাহাঙ্গীর হোসেন জানান,   ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে। - গোফরান পলাশ