News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে আহত ২০

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-11-29, 12:14pm

img_20241129_121245-f1e7e73aaea9d4e96a306419f92cb4f71732860845.jpg




রাঙ্গামাটির মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী গণমাধ্যমকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরতর আহত তিনজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে। আরটিভি