News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2024-12-16, 1:11pm

img_20241216_131105-d509434c6f9012d4e18575da9669ac821734333211.jpg




কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় সিএনজি ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের চালক পালিয়ে যায়।
নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—সিএনজি চালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে সিএনজিসহ দুটি কার্ভাড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। কার্ভাড ভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় ওভারটেক করতে গিয়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আরএকেটি কাভার্ড ভ্যানের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৫ জনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুইজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়াও বাকি ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আরটিভি