News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দূর্ঘটনা 2025-05-01, 11:42pm

img-20250501-wa0049-89b54f9666e016057c705f71b7ea57941746121349.jpg

Inquisitive people looking at a dead body of a woman found at the Rabnabad river in Kalapara on Thursday.



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া গ্রাম সংলগ্ন ওই নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা। 

নিহত নারী ব্লাউজ পরিহিত ছিলো এবং তার শরীর অক্ষত অবস্থায় রয়েছে। জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারনা। 

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। যেহেতু ওই নারীর শরীর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছেনা। - গোফরান পলাশ