News update
  • Israeli forces kill over 1,000 Gaza aid-seekers since May     |     
  • Israel's allies see evidence of war crimes in Gaza mounting up     |     
  • Identities of 6 Uttara jet crash victims not yet confirmed     |     
  • Mass Starvation Grips Gaza, Warn 100+ NGOs as Aid Stalls     |     
  • Guterres: Fossil Fuel Era Ending, Urges New Climate Plans     |     

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-07-23, 12:58pm

291f7b32317eee311496bf84ea4e91e58b5c7ed011476940-d83ae40e9dd0e61e0b0eabe8e6580e981753253914.jpg




নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকালে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর থেকে ঢাকাগামী হাইয়েস মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে তাকালেই দেখা যায় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩ টি লাশ উদ্ধার করে। এসময় জীবিত উদ্ধার করা হয় আরও ৩ জনকে। যাদের একজন হাসপাতালে যাওয়ার পর ওখানেই মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলেই ৪ নারী ও ১ পুরুষ এবং হাসপাতালে নেয়ার পর আরও ১ নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত ২ জন (১ পুরুষ ও ১ নারী) অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।