News update
  • Days ahead will be very challenging for journalists' - ABM Mosharraf     |     
  • Foreign Loan Disbursement Drops 30% Amid Rising Debt Burden     |     
  • Capital markets surge at DSE with year’s highest turnover     |     
  • Weapons and drugs seized in Chattogram army operation, 2 arrested     |     
  • Tarique says people won’t allow ‘vote robbery’ on Feb 12     |     

প্রথম শেনীর পৌরসভা, অথচ গরু-ছাগলের উপদ্রব

দূষণ 2024-03-21, 11:32pm

cattle-roam-about-in-kalapara-municipality-1134f70b9cae5282f36000635086205b1711042355.jpg

Cattle roam about in Kalapara Municipality.



পটুয়াখালী: প্লাষ্টিকের ময়লা ডাষ্টবিনের পাশে বাঁশ পুঁতে রশি দিয়ে বেঁধে রেখেও সড়কে যত্র তত্র ময়লা, আবর্জনা ছিটানো ঠেকানো যাচ্ছে না। গরু, ছাগল, ভেড়া এসে ডাষ্টবিনে মুখ দিয়ে সড়কের উপর উল্টে ফেলছে ডাষ্টবিন। অত:পর ডাষ্টবিনে ফেলা গেরস্থালি ময়লা আবর্জনা খাচ্ছে গৃহপালিত পশুর দল। এভাবে সড়কের উপর ছিটিয়ে ফেলা ময়লা আবর্জনা গোটা শহরকে অপরিচ্ছন্ন করে তুলছে। আর প্রতিনিয়ত নাক চেপে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছে পথচারীরা।

এছাড়া শহরের মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের দেখা যাচ্ছে কিছুক্ষন পর পর গরু, ছাগল, ভেড়া তাড়াতে। নতুবা তাদের নিত্য পন্য সামগ্রী খেয়ে পেট ভরছে গরু, ছাগল, ভেড়ার দল। এমন চিত্র এখন পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে। দেশের দক্ষিন জনপদের প্রথম শ্রেনীর এ পৌরসভাকে নাগরিক সেবায় অনন্য, ষ্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার নির্বাচনী অঙ্গীকার ছিল মেয়র, কাউন্সিলরদের। অথচ মুষ্টিমেয় ক’জন প্রভাবশালী গরু, ছাগল, ভেড়া মালিকের কাছে জিম্মি হয়ে নাগরিক দুর্ভোগ লাঘবে কোন পদক্ষেপ নিচ্ছেন না মেয়র, কাউন্সিলররা।        

জানা যায়, পৌরশহরের ব্যবসায়ী সহ সাধারন নাগরিকরা গরু, ছাগল, ভেড়ার উপদ্রবে এখন অতিষ্ঠ। ভুক্তভোগী ব্যবসায়ী সহ অতিষ্ঠ সাধারন মানুষ এ বিষয়ে বারংবার পৌরসভায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পায়নি। বন্দর ব্যবসায়ী সমিতি গরু, ছাগলের উপদ্রপ রোধে শহরে কয়েকবার মাইকিং করার পরও নাগরিকরা কোন সুুফল পায়নি। পৌরসভা কর্তৃপক্ষ এ নিয়ে পদক্ষেপ নেয়ার কথা বললেও অদ্যবধি দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি। তবে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের অভিযোগ গরু, ছাগলের উপদ্রব রোধে পৌরসভা কর্তৃপক্ষের কোন সহযোগীতা না পাওয়ায় ব্যবসায়ী সমিতির গৃহীত উদ্দোগ ভেস্তে গেছে।

কলাপাড়া পৌরশহরের এতিমখানা ৪ নং ওয়ার্ডের নাগরিক নজরুল ইসলাম বলেন, আমার বাসার একটু কাছেই পৌরসভার ময়লা ফেলার ডাষ্টবিন। আমরা প্রতিদিনের গেরস্থালি ময়লা, আবর্জনা ডাষ্টবিনে ফেলি। অথচ কসাই পট্রি এলাকার রশি ছেড়ে পালা কয়েকটি গরু, ছাগল এসে ডাষ্টবিন উল্টে সড়কের উপর ফেলে রাখে। একই ওয়ার্ডের গৃহবধূ উম্মে হাফসা বলেন, গার্লসস্কুলের পশ্চিম পাশের তানিয়া-তরিকুল দম্পতির রাম ছাগলের অত্যাচারে আমরা অতিষ্ঠ। ছাগল ঘরে ঢুকে ধান-চালের ড্রাম ভেঙ্গে ফেলায় তাদের জানিয়েও কোন ফল হয়নি, উল্টো তারা তেড়ে আসে।

কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম বলেন, মুদি ও কাঁচামাল ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা সমিতির উদ্দোগে গরু, ছাগলের উপদ্রব রোধে শহরে কয়েকবার মাইকিং করিয়েছি। পৌরসভা কর্তৃপক্ষের সহায়তা না পাওয়ায় আমাদের উদ্দোগ ফলপ্রসু হয়নি।

কলাপাড়া পৌরসভার সচিব কাব্য লাল চক্রবর্ত্তী বলেন, নাগরিক সচেতনতা সৃষ্টিতে এ বিষয়ে আমরা কয়েকবার মাইকিং করিয়েছি। বর্তমানে মেয়র মহোদয় চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। - গোফরান পলাশ