Patuakhali Jubodal unit has launched a river cleaning drive.
পটুয়াখালী : “নদী বাচলে দেশ বাঁচবে” ‘প্রজন্মকে রক্ষা করতে নদীর অস্তিত্বকে রক্ষা করতে হবে’ ‘আসুন নদী রক্ষা করি’ এই স্লোগান নিয়ে নদী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পটুয়াখালী জেলা যুবদলের একদল নেতা-কর্মী। আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় নির্দেশনায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে লোহালিয়া নদীর তীরের পৌর শহরের চকবাজার-পুরান বাজার পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান করা হয়।
এসময় যুবদল নেতা কর্মীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে নদীর তীরের আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেন। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা কর্মীরা সাধারণ মানুষদের সাথে সচেতনতা মূলক কথাবার্তা বলেন।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আমরা একটি সামাজিক আন্দোলন পরিচালনা করছি। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন আপনারা রাজনীতি করবেন তার সাথে অবশ্যই আপনারা সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন। সেই দায়বদ্ধতা দিয়ে আমরা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। এরপরেই আমরা দেখতে পেয়েছি নদীতে ময়লা, আবর্জনা, পলিথিনসহ বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে নদীকে দূষিত করা হচ্ছে। পটুয়াখালী নদীমাতৃক এলাকা। এই নদীতে অবাদে ময়লা আবর্জনা ফেলা হয়। সেই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা আজকে এখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। - গোফরান পলাশ