News update
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     

ঢাকা রামকৃষ্ণ মঠে গুরুপূর্ণিমা ১৩ জুলাই

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2022-07-06, 4:59pm

img_20220706_164646-4c87010edea014879a5edd9b1186ef7d1657105165.jpg

রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকা। ছবি: সংগৃহীত।



আগামী বুধবার (১৩ জুলাই) ঢাকা রামকৃষ্ণ মঠে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে গুরুপূর্ণিমা অনুষ্ঠিত হবে।


এ উপলক্ষ্যে অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৭:৩০ টায় শ্রীরামকৃষ্ণদেবের পূজা, সকাল ৮টায় ধর্মগ্রন্থ থেকে পাঠ, ভজন, জপ-ধ্যান এবং সকাল ১১:৩০ টায় শ্রীশ্রীগুরুপূর্ণিমার তাৎপর্য বিষয়ে আলোচনা।


আলোচনা করবেন বাংলাদেশে রামকৃষ্ণ সঙ্ঘের গুরুমহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও সম্পাদক, রামকৃষ্ণ মিশন, ঢাকা শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।


এরপর সকাল ১১:৫০মিনিটে ভোগারতি, বেলা ১২টায় পুষ্পাঞ্জলি, বেলা ১২:০৫ মিনিটে ভজন : 'রামকৃষ্ণ শরণম্' এবং বেলা ১২:১৫ মিনিটে মধ্যাহ্ন প্রসাদ বিতরণ।


গুরুদেবের প্রণাম: সকাল ১০:৩০ মিনিট থেকে সকাল ১১:৩০ মিনিট; বেলা ১২:১০ মিনিট থেকে বেলা ১২:২০ মিনিট এবং রাত ৮:০০ টা থেকে রাত ৮:৩০ টা।


উল্লেখ্য, ভক্তরা বসার আসন এবং দীক্ষিত ভক্তরা জপের মালা নিয়ে আসতে পারবেন। বিজ্ঞপ্তি।