News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

কুমিল্লায় উল্টো রথযাত্রা উৎসব

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2022-07-08, 3:56pm




কুমিল্লায় আজ (শুক্রবার) উল্টো রথযাত্রা উৎসব। বিকাল ৩টায় শহরের ঠাকুরপাড়াস্থ শ্রী রাঁধা কৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে ভক্ত সমাবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রাদেবের ৩টি পৃথক রথারোহনের মাধ্যমে ফিরা রযথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পূজা অর্চনা, আরতি ও মহাহরিনাম কীর্তন সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ফিরা রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে শেষ হবে। 

গত ১ জুলাই শ্রী জগন্নাথ দেবের মন্দির হতে ৩টি পৃথক রথে শ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রাদেবীর রথযাত্রা সূচনা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঠাকুরপাড়া কালীতলাস্থ শ্রীরাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরে এসে শেষ হয়। এ উপলক্ষে ৮দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠনাদির আয়োজন করা হয়। 

রথযাত্রার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। তথ্য সূত্র বাসস।