News update
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     

মঙ্গলবার রোজা শুরু কি না, জানা যাবে সন্ধ্যায়

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-03-11, 9:24am

image-263655-1710126455-259a8ea25823c44d798bb21688754eed1710127515.jpg




আজ শেষ হচ্ছে শাবান মাসের ২৯ তারিখ। দেশের আকাশে আজ সোমবার চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে রোজা। তাই চাঁদ দেখতে সন্ধ্যায় বৈঠকে বসছে কমিটি।

রোববার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানায়।

এতে বলা হয়, রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে সোমবার রাতেই তারাবিহ নামাজ পড়া শুরু হবে এবং শেষ রাতে প্রথম সাহরিও খাবেন মুসলমানরা।

এ ছাড়া সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, বুধবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে মঙ্গলবার তারাবিহ নামাজ এবং শেষ রাতে খেতে হবে সাহরি। তথ্য সূত্র আরটিভি নিউজ।