Namaz-e-Istisqua offered in Patuakhali for rainfall on Thursday.
পটুয়াখালী: পটুয়াখালীতে গত ১৫ দিন ধরে মাঝারী থেকে তীব্র তাপদাহে জনজীবন ও প্রাণিকূল হাঁস ফাঁস করছে। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলী ক্ষেত ও ফল ফুলের গাছপালা।
তাপদাহ থেকে মুক্তি ও উপকারী বৃষ্টি চেয়ে আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পৌরশহরের ঝাউবাগান এভিনিউতে ইস্তেস্কার নামাজ আদায় ও দোয়া মোনাজাত করেছেন ওলামা মাশায়েখ ও ধর্মপ্রান মুসলমানরা। খতিব ছিলেন মাওলানা মুতাসিম বিল্লাহ জুনায়েদ।
গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রার আধিক্য দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জেলা হাসপাতালগুলোতে ক্রমশ ভিড় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের। হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা সহ লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। - গোফরান পলাশ