News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে মুসুল্লিদের মোনাজাত, কান্না

ধর্মবিশ্বাস 2024-04-27, 7:18pm

people-offering-munajat-for-an-end-to-heat-wave-and-rainfall-in-kalapara-af1dfca55b65434066a43f910caa09841714223898.jpg

People offering munajat for an end to heat wave and rainfall in Kalapara.



পটুয়াখালী:  টানা তাপদাহে পুড়ছে পটুয়াখালী কলাপাড়ার উপকূলীয় জনপদ। ৪০ ডিগ্রীর উপরে উঠে যাচ্ছে তাপমাত্রা। তাই তীব্র গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তিস্কার নামাজ। 

শনিবার সকাল আটটায় ইমাম মোয়াজ্জেম কল্যান সমিতির আয়োজনে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজার হাজার ধর্মপ্রান মুসুল্লীরা অংশগ্রহন করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করেন মুসুল্লীরা।