ঢালিউডের দর্শকনন্দিত নায়িকা শাবনূর। যার অভিনয়ে আজও বুঁদ হয়ে আছেন সবাই। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বিয়ের পর রুপালি জগত থেকে নিজেকে গুটিয়ে নেন শাবনূর। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।
দীর্ঘ বিরতির পর অবশেষে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাবনূর। গেল মাসে সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করে সিডনিতে গেছেন তিনি। শিগগিরই দেশে ফিরবেন এই নায়িকা। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর।
‘রঙ্গনা’-এর দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন তিনি। ওজন কমিয়ে রীতিমতো সবার নজর কাড়লেন শাবনূর।
গত ২৩ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন এই নায়িকা। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে শরীরের মেদ ঝরিয়েছেন শাবনূর।
এদিকে অভিনেত্রীর সেই ছবি দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নির্মাতা আরাফাত লিখেছেন, ‘গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।’
শাবনূরের এমন পরিবর্তন দেখে উচ্ছ্বসিত দর্শকরাও। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও ঝড় তুলবেন পুরোনো শাবনূর। আরটিভি