News update
  • Kishoreganj’s ‘Pagla Mosque’ collects 28 sacks of donation     |     
  • Bangladesh Sent Garments to 36 Nations via India     |     
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     
  • Gaza: UN rights office condemns Israeli buffer zone plan     |     

অনুষ্ঠিত হলো কান্তজিউ মন্দিরে ‘যুগল বিগ্রহ’

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-08-24, 2:36pm

img_20240824_143456-8a5b649d5f5021955e5b7d7525ce25ae1724488611.jpg




দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান শেষ হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সনাতন হিন্দুধর্মীয় প্রথা অনুযায়ী কান্তজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদীপথে দিনাজপুর শহরস্থ রাজবাড়ীতে স্থানান্তর করা হয়।

এ সময় সনাতন ধর্মাবলম্বীরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ‘যুগল মূর্তি’ নিয়ে কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে। ওই সময় মোট ২০টি জলযান ৩৭টি ঘাট অতিক্রম করে দিনাজপুর শহরের সাধুর ঘাটে পৌঁছায়। পরবর্তীতে সড়কপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছায়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ৬৬ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোতায়েন ছিল। বিভিন্ন ঘাটের নিরাপত্তাসহ তিনটি স্পিডবোট ও তিনটি ট্রলার যোগে নদীপথে সেনাসদস্যদের টহলের মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।