News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

সব ধর্মের মানুষ মিলে এদেশে আমরা অনেক ভালো আছি : মিজানুর রহমান আজহারী

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-12-02, 6:59am

ajahari-d5f5bc08b1d571ec6d2f7962c4c315b01733101157.jpg




আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবার ভারত নিয়ে মুখ খুললেন। বললেন, ‘মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দেয়। ব‍্যাপারটি নিতান্তই হাস্যকর!’

রোববার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিজানুর রহমান আজহারী এই মন্তব্য করেন। ভেরিফায়েড পেজে রাত ৯টার দিকে করা এই পোস্টে দুই ঘণ্টায় (রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত ) চার লাখ ৭৩ হাজার ইমপ্রেশন এবং প্রায় ২৮ হাজার কমেন্ট, ৬৬ হাজার শেয়ার হয়েছে। 

এরমধ্যে মিজানুর রহমান আজহারী তার পোস্টের প্রথম কমেন্টে একটি অনলাইন পোর্টালের কার্ড পোস্ট করেন, যেখানে লেখা, ‘ভয়েস অব আমেরিকার জরিপ : সংখ্যালঘুরা 'আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে'। আর সেই কার্ডের ক্যাপশনে এই ইসলামী বক্তা লেখেন, ‘শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতে বাংলাদেশের মানুষের অসীম ধৈর্য ও জাতীয় ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলে এদেশে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। আমরা কখনও এ সম্প্রীতি বিনষ্ট হতে দেব না, ইনশাআল্লাহ। এনটিভি।