News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলায় ৬ পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-12-15, 9:20pm

f0f2c3911879cef8ecc249779ceb9cacea99540f8a48390a-f1a139d9e7470f54d101df25b84dc0c01734276017.jpg




এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তদের হামলায় পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর ও থানার এক এসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তবে আহতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন থানার কর্মকর্তা।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে বাড়ির পেছন দিয়ে তাহেরী পালিয়ে যান। এ সময় তাহেরীর উত্তেজিত ভক্তদের বেপরোয়া হামলায় পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।

ওসি আরও জানান, একপর্যায়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে বিজয়নগর থানার উপপরিদর্শক মো. ফারুক মিয়াসহ ছয় পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। তবে এর আগে তাহেরী ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলার ঘটনায়‌ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হামলার ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে রোববার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত এ বিষয়ে মামলা দায়ের হয়নি।

এরআগে, গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে সেখানে হামলার শিকার হন বাবুল মিয়া নামে পুলিশের এক এসআই। তাহেরীর উত্তেজিত ভক্তরা পুলিশের এসআইয়ের মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে আহত পুলিশ বাবুল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় তিন তাহেরীভক্তকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।

এ বিষয়ে তাহেরীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সময় সংবাদ।