Dhaka City - UNB file photo
ঢাকা, ৪ জানুয়ারি: ঢাকাবাসী বৌদ্ধদের অন্তিম শেষকৃত্য (শবদাহ) করার জন্য স্বল্প সময়ে উত্তরায় ১৬ নম্বর সেক্টরে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার সংলগ্ন ২৩ (তেইশ) কাঠার প্লট বরাদ্দ দিয়ে ঢাকাবাসী বৌদ্ধদের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের অবসান করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)-কে বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চল ঢাকাবাসীসহ বাংলাদেশের সকল বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম বারের মতো বৌদ্ধদেরকে শ্মশানের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার সুসংবাদে ঢাকাবাসীসহ বাংলাদেশের সমগ্র বৌদ্ধ সম্প্রদায় অত্যন্ত আনন্দিত। ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার আলোকে সংখ্যালঘু বৌদ্ধদের দীর্ঘদিনের বৈষম্যবিরোধী দাবিকে দ্রুততম সময়ে বাস্তবায়ন করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি-ঢাকা অঞ্চলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বার্তা দেওয়া হয়েছে।