News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

শারদীয় দূর্গা পূজার ছুটিতে পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা

ধর্মবিশ্বাস 2025-10-03, 10:15pm

kuakata-is-now-full-of-tourists-marking-the-durga-puja-2025-9f4eb675585109be2b9aadfef84e631d1759508123.jpg

Kuakata is now full of tourists marking the Durga Puja 2025



পটুয়াখালী: হিন্দু সম্প্রদায়ের বৃহৎতম উৎসব শারদীয় দুর্গা পূজার ছুটিতে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। দীর্ঘ ২২ কিলোমিটার সমুদ্র সৈকত, লেম্বুর বন, শুঁটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে এখন পর্যটকদের উপচেপড়া ভিড়।

আগত পর্যটকরা ডুব সাঁতারে মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সোন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।

নিম্নচাপের প্রভাবে গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত  মুষলধারে বৃষ্টি ছিল। শুক্রবার সকালে বৃষ্টি না থাকায় কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত। সৈকত এখন কানায় কানায় পরিপূর্ণ। 

ছাতা-বেঞ্চী ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, পূজার ছুটিতে পর্যটক আসায় আয় মোটামুটি ভালোই হয়েছে। তবে গত দু'দিন বৃষ্টির কারনে আমরা হতাশ হয়ে গেছিলাম। আজকে বৃষ্টি না থাকায় সেকতে হাজার হাজার পর্যটক। 

অটো চালক খালেক বলেন, গতকাল বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হতে পার নাই। আজ বৃষ্টি না থাকায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কয়েকটি ট্রিপ পেয়েছি, আমাদের আয় আজ ভালো হয়েছে। 

ঢাকা থেকে আসা পর্যটক আশরাফুল ইসলাম নূর বলেন, সৈকতে এসে ঢেউ না দেখে ফিরে যাওয়া যায় না। আবহাওয়া খারাপ হলেও সমুদ্রে গোসল করে ঢেউয়ের সঙ্গে মজা করেছি।

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, দূর্গা পূজার টানা ছুটিতে কুয়াকাটা রেকর্ড সংখ্যক পর্যটক এর আগমন হয়েছে। সৈকত লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং রয়েছে। এছাড়াও আশেপাশের হোটেল গুলোতেও ৯০ থেকে ৯৫ শতাংশ বুকিং রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু হোটেলের বুকিং বাতিল হয়েছে। আবার আজকে আবহাওয়া ভালো হওয়ায় পর্যটকের আগমন ঘটেছে। 

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ জানান, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে কিছু  বুকিং বাতিল হয়েছে। তবে আজকে আবহাওয়া ভালো হওয়ায় আবার বুকিং হচ্ছে। 

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আজকে সৈকত পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সমুদ্র সৈকত ও আশপাশে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, আজকে কুয়াকাটায় প্রচুর পর্যটক রয়েছে। কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। - গোফরান পলাশ