News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

হজযাত্রী নিবন্ধনে পূরণ হয়নি কোটার তিন ভাগের একভাগও

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-10-13, 6:08am

ce86ca80dae844ffe6c36577f4b24308f50c8bc34a4f8630-84aa5f9b3e9d2fe33377978d746ce1be1760314081.png




হজযাত্রীদের নিবন্ধনের সময় রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় শেষ হলেও কোটার তিন ভাগের একভাগও পূরণ হয়নি।

এ অবস্থায় সোমবার (১৩ অক্টোবর) নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এছাড়া হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

হজ পোর্টালের সর্বশেষ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার তথ্য অনুযায়ী, মোট ৩৭ হাজার ৮১০ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৭২ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৪ হাজার ১৩৮ জন। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই অনুযায়ী এখন পর্যন্ত তিন ভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন কবে শেষ হবে সেটি সৌদি আরবের সিদ্ধান্ত। সৌদির রোডম্যাপ অনুযায়ী রোববার নিবন্ধনের সময় শেষ হচ্ছে। সৌদি সরকার নিবন্ধনের সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই। তবে সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে সূত্র নিশ্চিত করেছে।