
Rash mela and Puja begin in Kuakata on Tuesday
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজন উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়ার মদনমোহন তীর্থযাত্রি সেবাশ্রম মন্দির ও সাগরকন্যা কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অধিবাস, ভগবানকে আমন্ত্রন, মঙ্গলঘট স্থাপন ও সন্ধ্যা আড়তির মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা।
রাস উৎসব উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটায় আগমন ঘটেছে হাজার হাজার পূন্যার্থীর। তাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মন্দিরসহ কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা। রাতভর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে চলবে ভবগত পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তন। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের নামকরা বেশ কয়েকজন শিল্পী।
আগামীকাল বুধবার প্রত্যুষে গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। তবে এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন তীর্থযাত্রী সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে বসেছে ৫ দিনব্যাপী মেলা। এছাড়া কুয়াকাটা সৈকত এলাকায় বসেছে সহস্রাধিক পন্য সামগ্রীর দোকান। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রাস মেলা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দর্শনার্থী ও পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। - গোফরান পলাশ