News update
  • Political parties who signed 'Historic July Charter'     |     
  • যা আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়       |     
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     
  • Dhaka stocks end week flat; Chattogram extends losses     |     

কেউ পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা : সিইসি

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-03-13, 2:19pm

resize-350x230x0x0-image-215671-1678691015-d70b24dae3b5ce53a0df70195843b99d1678695543.jpg




নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৩ মার্চ) নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের নীতিমালা প্রস্তুত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় সভা হয়।

সিইসি বলেন, গণমাধ্যম নির্বাচন কমিশনের প্রতিপক্ষ নয়। আগামী নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বাত্মক চেষ্টা করবে।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যাতে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক নির্বিঘ্নে চলতে পারে সেদিকে নজর দেওয়া হবে। সরকারেরও উচিত এদিকে দৃষ্টি দেওয়া।

তিনি বলেন, স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে। সেজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে ও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না। তথ্য সূত্র আরটিভি নিউজ।