News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

ভোট কেন্দ্রে জাল ভোটের প্রমান পেলে চাকরিচ্যুত করা হবে'

-নির্বাচন কমিশনার আহসান হাবিব

নির্বাচন 2023-12-28, 12:59am

election-comisionar-habib-in-patuakhali-on-wednesday-551d66e366eb35b1a9c78b6fd4fe35941703703542.jpg

Election Comisionar Habib in Patuakhali on Wednesday.



পটুয়াখালী: নির্বাচন কমিশনার ব্রীগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমান পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং, সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখন ছবি যুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন না বলে, আমার ভোট আগেই দেওয়া হয়েছে।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নিবেন। কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।

নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ করতে ইসি জিরো টলারেন্স নীতি অবস্থানে রয়েছে।  সকলের সহযোগিতায় বিশ্বের কাছে, নিজের বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় পাথেয় হয়ে থাকে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজ মো. শহিদুল্লাহ্, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

এছাড়াও পটুয়াখালী ও বরগুনা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ