News update
  • Iran's president still missing after likely copter crash     |     
  • BNP leader Ishraque sent to jail on treason charges      |     
  • Mob attack in Kyrgyzstan: Panicked BD students want to return home     |     
  • Helicopter carrying Iran President Raisi crashes, search on     |     
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     

উপজেলা নির্বাচন: ২৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2024-05-09, 10:06am

kdsjfsfuei-a8dd36845f58647316262e2add755c961715227579.jpg




ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সদ্য সমাপ্ত নির্বাচনে বিভিন্ন অপরাধে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।

বুধবার (৮ মে) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, ১৯ জনকে এক সপ্তাহ থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও নয়জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।একজনকে শিশু আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫ জনকে শাস্তি না দিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশনা দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩৯ উপজেলায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অপরাধে সংক্ষিপ্ত বিচারে এই রায় দেন তারা। আরটিভি নিউজ