News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     

কলাপাড়া উপজেলা নির্বাচনের ফলাফল

নির্বাচন 2024-06-05, 11:44pm

motaleb-talukder-1-350d10c4e36446448b282b948af8bb2b1717609463.jpg

Motaleb Talukder.



পটুয়াখালী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ৩২ হাজার ২৩৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারসের প্রতিকের অ্যাডভোকেট মোঃ শামীম আল সাইফুল সোহাগ পেয়েছেন ২১ হাজার ১৫৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের অধ্যাপক ইউসুফ আলী  ৪৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী মোঃ ইব্রাহিম খলিল বই প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৪৩৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকের শাহিনা পারভীন সীমা ৩১ হাজার ৭২৩ ভোটে পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমুন নাহার মলি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৪৯১ ভোট। সহকারী রিটার্নিং অফিসার ও কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Yousuf Ali

এদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে বিজয়ী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। আগামী দিনে জনসেবার মহান ব্রত নিয়ে নির্বাচিতরা সাধারণ মানুষের সেবায় কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। - গোফরান পলাশ

Shahina Parveen Seema.