‘মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, সেই ব্যবস্থা আমি করব’ একথা জানিয়ে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। এটা দিতে গেলে কী কী করতে হবে, সেটা আগে বুঝতে হবে। এটা আগে বুঝার চেষ্টা করব, কোন কোন জায়গায় হাত দিলে এ কাজটা করতে পারবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রজ্ঞাপনের পরে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ভোটের অধিকারের জন্য এত লোকের আত্মত্যাগ, প্রাণ দিল, আহত হল, নিহত হল, রক্ত দিল, শহীদ হল। জুলাই-আগস্টে কত লোক প্রাণ দিল। অনেক দাবির মধ্যে একটি দাবি ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা। সেই দায়িত্ব ঘাড়ে নিয়েই আমাকে আগাতে হবে।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমি সৌভাগ্যবান যে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি সংস্কার কমিশন কাজ করছে। ওনারা বিশেষজ্ঞ। তাই বোঝার কোনো অসুবিধা হবে না। যেখানে যেখানে হুলস (ফুটা) সেটা প্ল্যাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেব যে পরিবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যাকে ইচ্ছে দিতে চান, তাকে যেন দিতে পারে। সেই ব্যবস্থা আমি করব। সেটাই আমার কমিটমেন্ট। সেটাই আমার চেষ্টা। কমিশন দিয়ে সেটা ইনশিউর করার আমি চেষ্টা করব।’
সামনের চেষ্টা কি হবে এমন প্রশ্নে নাসির উদ্দিন বলেন, ‘অতীতের নির্বাচন দেখে আমি বুঝে গেলাম মানুষ কি বলে এদেরকে (নির্বাচন কমিশন)। মানুষ নিয়ে এদের মন্তব্য, ফিলিংস বুঝে গেলাম। আমার কাছে লেসন আছে এমন নির্বাচন দিলে মানুষের মনে কী হয়। এর থেকে শিক্ষা নিয়েই যাতে এটার রিপিট না হয় সেটার ব্যবস্থা করব।’
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘গতকাল শুনেছিলাম আমি দায়িত্ব পাচ্ছি। সেটা জানার পর নিজের মনে মনে প্রত্যাশা আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের যে আত্মত্যাগ, গত তিনটা নির্বাচনে ২০১৪, ১৮ ও ২৪ সালে মানুষ ভোট দিতে পারে নাই। আমার ছেলে কানাডায় চলে গেছে ভোট না দিয়েই। সে বললো আব্বু আর ভোট দিতে পারলাম না।’ এনটিভি নিউজ।