News update
  • Campaign Opens as Tarique Starts in Sylhet, Jamaat Heads North     |     
  • BNP Expels 59 More Rebels for Defying Election Line     |     
  • Govt Plans to Keep Two State Banks, Merge Remaining Ones     |     
  • Lab Tests Find 67% Adulteration in Branded Milk Powder     |     
  • DNCC Sets New House Rent Rules, Eases Burden for Tenants     |     

শুরু হল ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রম

নির্বাচন 2026-01-22, 12:27am

img-20260121-wa0354-974e46cc516e79ef6e85108f88d99f561769020020.jpg

Mass contact campaign at Dhaka 17 constituency on Wednesday 21 Jan 2026.



 কালাম ফয়েজী

আজ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলীয় মার্কা ঘোষিত হওয়ার পর থেকে নির্বাচনের প্রচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল।

ঢাকা ১৭ আসনের চারটি থানা। থানাগুলি হচ্ছে যথাক্রমে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক। চারটি থানার ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি।

আগামীকাল বুধবার সকাল থেকে ১২৪টি ভোটকেন্দ্রের প্রতিটি স্থান থেকে একযোগে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে।

নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রতি ওয়ার্ডে, প্রতিটি থানায়, প্রতিটি নির্বাচন কেন্দ্রের জন্য আলাদা আলাদা গ্রুপকে দায়িত্ব দেয়া হয়েছে। থানাগুলোতে বিএনপির থানা কমিটি এবং ও তার অঙ্গ সংগঠনের থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি কাজ করবেন।

কমিটিগুলোর মধ্যে ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, সাংস্কৃতিক দল, জিয়া পরিষদ, জিয়ামঞ্চসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

অদ্য সন্ধ্যায় ঢাকা ১৭ আসনের বনানিস্থ  প্রধান কার্যালয়ে সকল থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম মতবিনিময় করেন। তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।

ঢাকা ১৭ এর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর সালাম ও যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে একযোগে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন নির্বাচনী কার্যক্রম করতে গিয়ে কারো বিরক্তির কারণ হওয়া যাবে না, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না, কারো বিরাগভাজন হওয়া যাবে না। নামাজ ও অন্যান্য প্রার্থনা চলাকালীন মাইকে কথা বলা বন্ধ রাখতে হবে। বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনী প্রচারে অংশ না নেয়ারও অনুরোধ জানান তিনি।

১২৪টি নির্বাচনী কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৬টি। তারমধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৭০৮টি। মহিলা ভোটারের সংখ্যা এক লাখ ২৫ হাজার ৬০ টি।