
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পথসভায় এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণঅভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না। আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠা ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য।
তিনি বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন ও রক্ত দিইনি। এক চাঁদাবাজ চলে যাবে, আরেকজন সে জায়গা দখল করবে—এজন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি। এবারের নির্বাচন সেই ক্ষমতা কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের এই প্রার্থী এরপর বলেন, একটি দল ছাত্র-জনতার গণজোয়ার দেখে ভয় পেয়ে এখন বিভ্রান্তিকর কথা বলছে। অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তারা। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রয়ারি বিজয় জনগণেরই হবে।
গণঅভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলেও এসময় মন্তব্য করেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, সুবিধাবঞ্চিত ঢাকা-১১ আসনের উন্নয়ন করা হবে। এই এলাকার ট্রাফিক জ্যাম, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিহত করা হবে। দখল হওয়া খাল ও জমি উদ্ধার করে যুবসমাজের জন্য খেলার মাঠ তৈরি করা হবে।
এর আগে, সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে হাঁটতে ও প্রাতঃভ্রমণে আসা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। এছাড়া, রাজধানীর বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত গণমিছিল হয়। এতে নাহিদ ইসলামের সঙ্গে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।