
বিএনপি ও প্রশাসনের বার বার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত ঘটেছে-এমন দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। রাতে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসেও এদিন গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি ও প্রশাসনের বার বার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত ঘটেছে। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, শেরপুরে সবার জন্য সুনির্দিষ্ট আসন ছিলো, কিন্তু জামায়াত নেতাকর্মীরা আগে থেকে তা দখল করে ছিলেন। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনায় যে সহিংসতা তা কাম্য নয়।
উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা সবার। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বিতর্কমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি।
শেরপুরে কারা মদদ দিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলো না, তা নিয়ে প্রশ্ন উঠছে। জামায়াতের প্রার্থীকে বিকল্প পথ ব্যবহারে সবাই অনুরোধ করেছিলেন। জামায়াত নেতাকর্মীরা কেন চেয়ার ছাড়ছিলেন না। তারা আগে থেকে লাঠিসোটা প্রস্তুত করে রেখেছিলেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত হওয়া উচিত। একজন মারা গেছেন। বিএনপিরও ৪০ জনের ওপর আহত হয়েছেন। আমরা ফ্যাসিবাদী আচরণে ফিরতে চাই না। এখানে দায় চাপানোর রাজনীতি চলবে বলেও জানান তিনি।
শেরপরের মতো ঘটনা যাতে আর কোথাও না ঘটে তা সরকারকে নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
মাহদী আমিন জানান, সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান পডকাস্ট শুরু হচ্ছে আজ। ধারাবাহিকভাবে বিএনপির পরিকল্পনা নিয়ে পডকাস্টে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।