News update
  • UN Estimates $70 Billion Needed to Rebuild Gaza After War     |     
  • Mirpur garment factory, chemical godown fire kills 9     |     
  • Garbage pile turns Companiganj Bazar into an unhygienic town     |     
  • Put 'old feuds' aside for a new era of harmony in ME: Trump     |     
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     

৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-01-30, 8:26am

resize-350x230x0x0-image-209611-1675023492-c19a48ef192d24408ca1aaca054ed48c1675045612.jpg




আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। রোববার (২৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে পুনর্বিন্যাস করা সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত কয়েক বছর আগে থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।