News update
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     
  • UN HR chief wants BD provide safety to fleeing Rakhine people      |     
  • Quader dissatisfied over the plan of imposing 15% VAT on metro rail     |     
  • Gaza hospital says 20 killed in Israeli strike on Nuseirat     |     
  • Officials warned against negligence in OMS food distribution     |     

শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় অনুপস্থিত ২১ হাজার

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-05-05, 7:42pm

resize-350x230x0x0-image-222190-1683293659-f25d61b2660dcabffd657b15fca0a5991683294145.jpg




১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুলপর্যায় ও স্কুলপর্যায়-২ লিখিত পরীক্ষায় ২০ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শুক্রবার (৫ মে) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এবারের পরীক্ষায় ৭৮ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেন ৫৭ হাজার ২৭৪ জন। অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৬৯ জন এবং অনিয়মের অভিযোগে ৩ জনকে বহিষ্কার করা হয়।

শনিবারও (৬ মে) সকাল ৯টা থেকে একইভাবে দেশের ৮ জেলায় কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনটিআরসিএর অধীনে গত ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।