News update
  • Quader dissatisfied over the plan of imposing 15% VAT on metro rail     |     
  • Gaza hospital says 20 killed in Israeli strike on Nuseirat     |     
  • Officials warned against negligence in OMS food distribution     |     
  • Dhaka’s air quality 2nd worst in the world this morning     |     
  • Eleven missing after South African trawler sinks     |     

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-06-05, 5:29pm

resize-350x230x0x0-image-226282-1685953078-3c03767b1124396aa4d1f22c03f880381685964551.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। পাস করেছেন ১০ দশমিক ৬১ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে।

সোমবার (৫ জুন) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ৬১ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন। বাকি ৮৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১০ হাজার ৫৫৭ জন, মানবিক বিভাগে ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১০ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।