News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

ষষ্ঠ-সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

গ্রীণওয়াচ ডেক্স পরীক্ষা 2023-10-19, 9:13am

resize-350x230x0x0-image-244300-1697651427-d64a305186008fa8f9959008d02cc3501697685220.jpg




নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগাম ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নির্দেশনাগুলো হলো-

১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা রোববার (২৯ অক্টোবর) সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে;

২. নির্দেশনা মোতাবেক সকল বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে;

৩. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ডের ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে;

৪. পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফলাফল বিবেচনা করা হবে;

৫. রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে;

৬. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পরে আগামী ২ নভেম্বরের মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।