News update
  • NCC for referendum, after July Charter order promulgation     |     
  • World Enters New Era of Climate Action, Urgent Steps Needed     |     
  • Israel Accused of Four Genocidal Acts in Gaza, UN Told     |     
  • BNP rejects Consensus Commission’s call for pre-poll referendum     |     
  • At Least 64 Killed in Deadly Rio Drug Gang Raids     |     

এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়ল ফি

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-11-29, 6:04pm

img_20241129_180218-d179e7e1b65453bf80ce0ec535141f6d1732881846.jpg




২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ফরম পূরণে বাড়ানো হয়েছে ফি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রতি বিভাগে (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) পরীক্ষার্থীদের ফি গত বছরের (২০২৪ সাল) তুলনায় ১০০ টাকা বেড়েছে।

আগামী রোববার (১ ডিসেম্বর) থেকে শুরু হবে ফরম পূরণ প্রক্রিয়া। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডেও একই ফি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। এ সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারলে ১০০ টাকা জরিমানা দিয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে পরীক্ষার্থীরা। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

এছাড়া সব বিভাগেই গত বছরের তুলনায় ১০০ টাকা ফি বাড়ানো হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। গত বছর এ বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ১৪০ টাকা। একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবার ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১২০ টাকা। গত বছর অর্থাৎ, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এই ফি ছিল ২ হাজার ২০ টাকা।

বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফরম পূরণের এ ফি-এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না। আরটিভি