News update
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     

তিন বিষয়ে পিএসসির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-02-18, 6:53am

img_20250218_065119-8a1dfcea40e2ef9d85e88d1c72cca0671739840008.jpg




সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে সরকারি কর্মকমিশন-পিএসসি। এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলেওয়ের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কাজও চূড়ান্ত। চাকরিপ্রার্থীদের জন্য ভালো কিছু কাজ পিএসসি করছে বলেও জানান ওই কর্মকর্তা। নন-ক্যাডার বিধিমালা ২০২৩ সংশোধনের জন্য কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান।

সম্প্রতি সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন, নন-ক্যাডারের বিধিমালা সংশোধন ও রেলের নিয়োগের বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে পিএসসি এসব বিষয়ে গুরুত্ব দেয়। সরকারি চাকরি (প্রার্থীর প্রাক্‌-পরিচয় যাচাই) বিধিমালা ২০২৫ চূড়ান্ত করেছে পিএসসি। উক্ত বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রয়োজ্য।

আরটিভি