News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

ছেলের ফল জালিয়াতি: সাময়িক বরখাস্ত চট্টগ্রাম বোর্ডের সেই সচিব

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2025-07-08, 7:26am

5f7f3cfa927664824d7f8d5bc3501ae096a631e0740e9c6a-6ce7d21a4a20e0336013e34aa90bb12b1751937984.jpg




নিজ ছেলের এইচএসসির ফল জালিয়াতির মামলায় কারাগারে থাকা অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‌নারায়ণ চন্দ্র নাথ তার ছেলের পরীক্ষার ফল জালিয়াতির মামলায় ১৭ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সরকারি চাকরি আইন অনুযায়ী ১৭ জুন থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

গত ২১ জানুয়ারি জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেয়ার অভিযোগে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা হয়। মামলার অন্য আসামিরা হলেন: নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে এ মামলা করেন।

উল্লেখ, নারায়ণ চন্দ্র নাথ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্ব পালনকালে ২০২৩ সালে তার ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশ হওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

অভিযোগ ওঠার পর ২০২৪ সালের ৯ জুলাই তাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষার চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।